,

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে নবীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও নিঃশর্ত মুক্তির দাবীতে নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শনিবার বিকালে নতুন বাজার মোড় আব্দুল মতিন চৌধুরী স্কোয়ারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত, মানববন্ধনে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি তোফাজ্জুল হোসেন, সাবেক সভাপতি এটিএম সালাম, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মোঃ সরওয়ার শিকদার, সাবেক সভাপতি এমএ আহমদ আজাদ, সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য রাকিল হোসেন, নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, নির্বাহী সদস্য এম.এ মুহিত, সাংবাদিক সলিল বরণ দাশ, মোঃ মুজাহিদ চৌধুরী, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, আলী জাবেদ মান্না প্রমুখ। উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, হবিগঞ্জ জেলা টিভি জার্নালিস্ট এর যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহী সদস্য আকিকুর রহমান সেলিম, সদস্য সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, মোঃ আবু তালেব, মুহিবুর রহমান, নুরুজ্জামান ফারুকী, সাংবাদিক বুলবুল আহমদ, মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মোঃ তাজুল ইসলাম, দিনরাত নিউজের প্রকাশক আমীর হামজা, সাংবাদিক এটিএম ফোয়াদ হাসান রাজন, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আলী হোসেন, মোঃ সাকিব চৌধুরী, অঞ্জন রায়, মোফাজ্জল ইসলাম চৌধুরী সজিব, আলী হোসেন, মোঃ সেলিম উদ্দিন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ইকবাল তালুকদার, রোকসানা আক্তার, জাবেদ তালুকদার, সংবাদপত্র এজেন্ট মোঃ মোশাহিদ আলী ও আব্দুল মজিদ মিয়াধন প্রমুখ। বক্তরা বলেন একজন সিনিয়র সাংবাদিকের এমন হেনস্তা ও কারাবরণ মেনে নেওয়া কষ্টকর। এ পরিস্থিতিতে আমাদের চুপ থাকা মানে দূনীর্তি বাজদের সর্মথন করা। অবিলম্বে আমরা রোজিনা ইসলামের উপর মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাঁর নিঃশর্ত মুক্তি এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছেন।


     এই বিভাগের আরো খবর