,

চুনারুঘাটে কবরস্থানের ভূমি দখলমুক্ত করলো প্রশাসন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় প্রায় ২ একর কবরস্থানের ভূমি দখলমুক্ত করেছে প্রশাসন। কবরস্থানের পবিত্রতা রক্ষায় গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে উপজেলা সহকারী ভূমি উদ্যোগে নিয়ে অবৈধ দখলে থাকা কবরস্থানের ভূমি উদ্ধার করেন। জানা গেছে, চুনারুঘাট উপজেলার ৫ নং শানখোলা ইউনিয়নের হারুনপুর মৌজায় পাশাপাশি মোট ৪টি কবরস্থানে ১২.৬৫ একর ভূমি সরকারী কবরস্থান হিসেবে রেকর্ড হয়। বর্তমানে চলমান আর এস/বিএস জরিপে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, হবিগঞ্জের নামে কবরস্থানের রেকর্ড হয়েছে। প্রায় ৮০-৯০ বছর বয়সী স্থানীয় লোকজনের দেয়া তথ্যমতে জানা যায়, উক্ত কবরস্থানের দক্ষিণ-পূর্বদিকে হযরত হারুন গাজী (র.) এর মাজার রয়েছে। জনশ্রুতি আছে উক্ত হযরত হারুন গাজী এবং বদর গাজী নামে দুইজন পীর সাহেব আনুমানিক ১৪২০ইং সালে এ এলাকায় আসেন। বদরগাজী বাজারের পার্শ্বে বদরগাজী (র.) এর নামে মাজার রয়েছে এবং বর্তমান হারুনপুর কবরস্থানের দক্ষিণ-পূর্ব পার্শ্বে হারুন গাজীর মাজার রয়েছে। জানা যায়, হারুনগাজী (র.) হযরত শাহজালাল (র.) সহ ৩৬০জন আউলিয়ার সফরসঙ্গী ছিলেন। তিনি অত্র এলাকায় ১৪২০-১৫৫০ইং সাল পর্যন্ত অবস্থান করেছিলেন এবং মৃত্যুবরণ করেন। কবরস্থানটি প্রায় ৪-৫শত বছরের পুরাতন। স্থানীয়দের দেওয়া তথ্যমতে হযরত হারুন গাজী (র.) এর নামে এ এলাকার গ্রামের নাম হারুনপুর এবং মৌজার নাম হারুনপুর হয়। কবরস্থানটির প্রায় দুই একর জায়গা অবৈধ দখলে ছিল। যেখানে নিজের বাড়ির সাথে মিশিয়ে, গাছ লাগিয়ে নিজের প্রয়োজনে ব্যাবহার করছিল কিছু লোক। এ অবস্থায় কিছুদিন পূর্বে স্থানীয় গ্রামবাসী কবরস্থানের পবিত্রতা রক্ষায় ত্রিসীমানা নির্ধারণের জন্য জেলা প্রশাসক, হবিগঞ্জ বরাবর একটি আবেদন করেন। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাটকে সীমানা পুনরুদ্ধারের নির্দেশনা প্রদান করেন। এরই প্রেক্ষিতে ২৬ নং জে,এলস্থিত হারুনপুর মৌজার ১নং খাস খতিয়ানের ২৯০, ২৯১, ২৩০ নং দাগের ৬.৭৪ একর ভূমি হতে অবৈধ দখলে থাকা প্রায় ২ একর ভূমি গ্রামবাসীর সহযোগীতায় দীর্ঘ প্রায় ৫০ বছরের অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজটিতে সার্ভেয়ার মনিরুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য মো. শফাত উল্লাহ এবং গ্রামবাসী সার্বিক সহযোগিতা করেন।


     এই বিভাগের আরো খবর