,

হবিগঞ্জে ৫ জনসহ সিলেটে নতুন ৮৫ জনের করোনা শনাক্ত

সংবাদদাতা ॥ সিলেটে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯৪ জন। এরমধ্যে সিলেট জেলার ৩১৭ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৯ জন। একই সময়ে সিলেট বিভাগে আরও ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৬০ জন, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৫, মৌলভীবাজারের ১০ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৯ জনের করোনা শনাক্ত হয়। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৫৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৫৩৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯২, হবিগঞ্জে ২ হাজার ৪৮৫ এবং মৌলভীবাজারে ২ হাজার ৪৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১৩৪ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ৫২, সুনামগঞ্জে ১১, হবিগঞ্জে ৫৩ এবং মৌলভীবাজারের ১৮ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৮৫ জন। এরমধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৯০১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ৩১৫ জন সুস্থ হয়েছেন। বুধবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।


     এই বিভাগের আরো খবর