,

বাহুবলে মহসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মহা-সড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও জনতার হাতে ৫ ডাকাত আটক হয়েছে। জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার আদিত্যপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহা-সড়ক সহ হবিগঞ্জ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে ‘রড পার্টি’ দাপটের সাথে যানবাহনে ডাকাতি সংগঠিত করে চলেছে। ডাকাতদলের সদস্যরা বিশেষ ব্যবস্থায় রডের টুকরো চলন্ত যানবাহনের নিচের দিকে ছুড়ে মারে। এতে বিকট শব্দ হলে চালক গাড়ি থামিয়ে ইঞ্জিন পরীক্ষা করতে শুরু করে। এ সুবাদে ‘রড পার্টি’র সদস্যরা আটকে পড়া যানবাহনে লুটপাট শুরু করে। এ পদ্ধতিতে ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে শুক্রবার ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার আদিত্যপুর নামক স্থানে রড পার্টির সদস্যরা একত্রিত হয়। তখন স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে ডাকাত দলের সদস্যদের ঘেরাও করে ফেলে। এসময় জনতা ৩ জনকে আটক করলেও অন্যান্যরা পালিয়ে যায়। জনতার হাতে আটককৃতরা হচ্ছে, উপজেলার অলুয়া নোয়াগাঁও গ্রামের মঈন উদ্দিনের পুত্র হাবিবুর রহমান (৩০), অলুয়া গ্রামের আহম্মদ আলীর পুত্র সাজিদ মিয়া ওরপে ছাদিক মিয়া (২২) ও শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার দক্ষিণচর গ্রামের দুদু মিয়ার পুত্র রানা (২৮)। জনতার গণধোলাইয়ে আটককৃতরা সহযোগীদের নামও প্রকাশ করেছে বলে জানা গেছে। পরে রাতেই বাহুবল মডেল থানার এসআই আজিজুর রহমান নাঈম এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ভেড়াখাল গ্রামের বাইট্টা ছত্তারের বাড়ি থেকে ভেড়াখাল গ্রামের আব্দুল আফাজ-এর পুত্র কামরুল (২৩) ও ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দিলপুর গ্রামের মকবুল আহমেদের পুত্র সোহেল ওরপে হানিফ (২৩) কে গ্রেফতার করে। পুলিশ ও জনতা ডাকাদলের কাছ থেকে ৩টি রামদা ও ৬ টুকরো লোহার রড উদ্ধার করেছে। বাহুবল মডেল থানার উপ পরিদর্শক (এসআই) গৌরাঙ্গ বিষয়টি নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর