,

বানিয়াচং সালিশ বৈঠকে দুই দলের সংঘর্ষে বৃদ্ধা নিহত

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে দুই দল লোকের সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। জিজ্ঞাসাবাদের জন্য নিহত গোলাপজান বিবি (৭০) এর পুত্র মোহাম্মদ আলীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। অনেকেই গ্রেফতার এড়াতে পুলিশের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার (২৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত গোলাপজান বিবি ওই গ্রামের মৃত রমিজ আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলী ও আব্দুল কাদিরের মধ্যে বাড়ির সীমানা ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আব্দুল কাদির ও মোহাম্মদ আলীর বাড়িঘরে হামলা, ভাংচুর করে লুটপাট করে তাদেরকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় মোহাম্মদ আলী প্রতিপক্ষ কাদিরসহ অন্যদের বিরুদ্ধে বানিয়াচং থানায় অভিযোগ করলে কাদির ও তার লোকজন আরও ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে তাদের ভয়ে মোহাম্মদ আলী গ্রামে যেতে ভয় পায়। জানমালের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কাদিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করে মোহাম্মদ আলী। কিন্তু তাদের বিরোধ চরম আকার ধারণ করে। এলাকার পক্ষ থেকে তাদের বিরোধ মিমাংসার জন্য সালিশের আয়োজন করা হয়। গতকাল বুধবার অনুষ্ঠিত সালিশ বৈঠকে দুই পরিবার উত্তেজিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তখন কাদিরের ফিকলের আঘাতে মোহাম্মদ আলীর মা গোলাপজান বিবি ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়াও উভয়পক্ষের আরো কয়েকজন আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন একদল পুলিশ নিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ব্যাপারে তিনি জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং ঘটনার কারণ জানতে মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনও মামলা হয়নি। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


     এই বিভাগের আরো খবর