,

তৃতীয় বারও করোনা ‘পজেটিভ’ ইমরুল

সময় ডেস্ক ॥ তৃতীয়বারের পরীক্ষায়ও করোনা পজেটিভ হয়েছেন ইমরুল কায়েস। যেকারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) শুরুতে দেখা যাবে না শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই ব্যাটসম্যানকে। ৩১শে মে (সোমবার) থেকে শুরু ডিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর তিনদিন আগে দ্বিতীয়বারের মতো পিসিআর টেস্ট করান ইমরুল। শনিবার (২৯শে মে) তার ফল পজেটিভ আসে। কিন্তু শারীরিকভাবে সুস্থ ইমরুল ফলস পজেটিভের আশঙ্কা করছিলেন। যেকারণে শনিবার আরও দুই জায়গায় নমুনা পরীক্ষার জন্য পাঠান। তাতেও লাভ হয়নি। সেই দুই নমুনার ফলও পজেটিভ এসেছে। ফলে বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনারকে আপাতত সেল্ফ আইসোলেশনে থাকতে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় ইমরুল কোভিড-১৯ পজেটিভ হওয়ার খবরটি বলেন। তিনি লিখেন, ‘সকলকে আসসালামু আলাইকুম। শনিবার আমার করোনা পরীক্ষা হয় এবং ফলাফল পজেটিভ এসেছে। আপনাদের সবার কাছে আমি ও আমার পরিবার দো’আ প্রত্যাশী। ইনশআল্লাহ কিছু দিনের মধ্যেই আবার আপনাদের মাঝে ফিরে আসবো।’ সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন ইমরুল কায়েস। তবে মূল দলে ডাক পাননি সিনিয়র এই ক্রিকেটার। এরপর মনোযোগ দেন ঢাকা প্রিমিয়ার লীগে। চালিয়ে গেছেন পুরুদস্তুর অনুশীলন। তবে আবারও বাধার সম্মুখীন হলেন তিনি। ইমরুলকে এবার অপেক্ষা করতে হচ্ছে করোনামুক্ত হওয়ার জন্য।


     এই বিভাগের আরো খবর