,

হবিগঞ্জে গৃহবধুকে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জে এক গৃহবধুকে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে রহস্যের গৃষ্টি হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের অলি মিয়ার কন্যা ডলি আক্তার (৩০) হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খবর পেয়ে সদর থানার এসআই ফয়ছল আহমেদ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ডলির পিতা অলি মিয়া ও মা লাশের পাশে আহাজারি করে জানান, ৮ বছর আগে বানিয়াচং উপজেলা সদরের গরিব হোসেন মহল্লার নুর মিয়ার পুত্র কামাল মিয়ার সাথে ডলিকে বিয়ে দেয়া হয়। বিয়ের সময় উপহার হিসেবে অনেক কিছুই কামালকে দিয়েছেন তারা। সে জুয়ায় অনেক টাকা পয়সা ও জিনিসপত্র খুইয়েছে। এরপর থেকেই সে ডলির উপর নির্যাতন চালাতো। দাম্পত্যজীবনে নিরব আহমেদ নামের তাদের একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। সম্প্রতি ডলিকে নিয়ে কাজের তাগিদে বানিয়াচং থেকে হবিগঞ্জ শহরের উমেদনগরে সুরমা অটো রাইছ মিলের পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে। এ ছাড়া কামাল ওই এলাকায় রাস্তায় নির্মাণ শ্রমিকের কাজ করে। কিছুদিন আগে মুর্শিদা নামের এক নারীকে সে বিয়ে করে। এরপর থেকেই শুরু হয় দুই সতীনের মধ্যে ঝগড়া বিবাদ। গত শনিবার রাতে আম ও কাঠাল খাওয়া নিয়ে তাদের মাঝে পুনরায় ঝগড়া হয়। এক পর্যায়ে গভীর রাতে সতীন ও স্বামী ডলিকে বেধড়ক প্রহার করে। গতকাল রবিবার সকাল ৬টার দিকে ডলিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে দুইজন পালিয়ে যায়। সন্ধ্যায় সে মারা যায়। এ রিপোর্ট লেখাকালে তার সন্তান নিরবের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। এ বিষয়ে সদর থানার এসআই ফয়ছল আহমেদ জানান, মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনা সত্য হলে অবশ্যই দুইজনকে আটক করা হবে। এ ছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর রহস্য উন্মোচন হবে।


     এই বিভাগের আরো খবর