,

হবিগঞ্জের বিভিন্ন স্থানে ওয়ানটেন জুয়া ॥ আটক দুই

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর জমে উঠেছে। এরফলে চুরি, ছিনতাইসহ নানান অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। রাত ৯টা থেকে গভীরাত পর্যন্ত সদর উপজেলার এড়ালিয়া, নাজিরপুর, পইল, আসামপাড়া, বহুলা খালের পাড়, কামড়াপুর, আনোয়ারপুর বাইপাসসহ বিভিন্ন এলাকায় জুয়াড়িরা আসর বসায়। কোনো কোনো সময় মাঠের মাঝে ত্রিপাল টানিয়ে ওয়ান টেনের নামে জুয়া চলে। জুয়ার পাশাপাশি মাদক সেবনসহ রঙ্গলীলা আসর বসানো হয়। পুলিশ অভিযান চালিয়ে দুই একজনকে ধরলেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। তাই কোনোভাবেই এদেরকে দমন করা যাচ্ছে না। এ ছাড়া, বিভিন্ন চায়ের দোকানে লুডু, গাপলা, কেরাম বোর্ড খেলায় বাজির নামে জুয়া খেলা হয়। গত রবিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই উৎসব কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ বহুলা এলাকায় অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে পারভেজ মিয়া (৩০) নামের এক জুয়াড়িকে আটক করেন। সে ওই গ্রামের জিতু মিয়ার পুত্র। এসময় অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে একটি মামলা দিয়ে পারভেজকে গতকাল সোমবার কোর্টে প্রেরণ করে। এর আগে গত শুক্রবার রাতে সদর থানা পুলিশ পইল গ্রামে অভিযান চালিয়ে সানু মিয়া (৫০) নামের এক জুয়ারিকে আটক করে। তাকেও পুলিশ কোর্টে প্রেরণ করে। আর এসব জুয়ার আসরের ফলে একদিকে যেমন যুব সমাজ বিপথে যাচ্ছে অন্যদিকে জুয়ায় হেরে গিয়ে টাকার জন্য ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। সদর ওসি মাসুক আলী জানান, জুয়াড়ি ও মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স রয়েছে। ইতোমধ্যে দুই জুয়াড়িকে আটক করা হয়েছে। খবর পেলেই পুলিশ অভিযান চালাবে।


     এই বিভাগের আরো খবর