,

নবীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা একাদশ বিজয়ী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা ৩১ মে বিকালে সোমবার বিকালে নবীগঞ্জ যোগল কিশোর পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের প্রতিযোগীতা শেষ হয়েছে। খেলাশেষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এঁর সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় পুরস্কার বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুল হক, থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, প্যানেল মেয়র জাহেদ চৌধুরী, আব্দুস ছোবান, মোঃ নানু মিয়া,হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাব্বির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাদেক হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী,পৌর কাউন্সিলর জাকির হোসেন,পৌর কাউন্সিলর আব্দুস ছোবহান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী প্রমুখ। প্রতিযোগীতাপুর্ন খেলায় পৌরসভা একাদশ ১-০ গোলে ৬ নং কুর্শি ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান গৌরভ অর্জন করে। খেলাশেষে বিজয়ী খেলোয়ারদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার মেডেল ও ক্রেষ্ট বিতরন করেন। নবীগঞ্জ পৌরসভা একাদশ আগামী ৪ জুন হবিগঞ্জ জেলায় চুনারুঘাটের মুখোমুখি হয়ে খেলায় অংশ গ্রহন করবে। প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র ছাত্রীদের সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখতে সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগীতা চালু করেছেন। শরীর মন ভাল রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।


     এই বিভাগের আরো খবর