,

ফুটবলে ‘কিক’ করে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট’-এর উদ্বোধন করলেন ডিসি

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুর্ধ্ব-১৭ (বালক) ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুর্ধ্ব-১৭ (বালিকা) উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ও ফুটবলে ‘কিক’ করে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসকাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও পৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভুমি কর্মকর্তা মাশফিকা হোসেন, ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি সালেহ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মহিউদ্দিন চৌধুরী ফারভেজ, ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ প্রমূখ। এতে অন্যান্যের মধ্যে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনি খেলায় অংশ নেন রিচি ইউনিয়ন ও পইল ইউনিয়ন। খেলায় রিচি ইউনিয়ন ৩-১ গোলে জয়লাভ করে।


     এই বিভাগের আরো খবর