,

নবীগঞ্জে সিএনজি চালক’কে জিম্মি করে গাড়ীসহ প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা ॥ আদালতে মামলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের রুস্তমপুর কবরস্থানের সামনে থেকে ৮/১০ জনের একদল দূর্বৃত্ত এক সিএনজি চালক (মালিক) ও মাটি সরবরাহকারী টিকাদারের পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িতে আটক করে নগদ প্রায় আড়াই লাখ টাকা ও সিএনজি গাড়ী ছিনিয়ে নেয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। আটকের প্রায় ৩ ঘন্টা পর থানা পুলিশ জিম্মিকারীদের কবল থেকে চালক আব্দুল অদুদকে উদ্ধার করেছে। ওই রাতেই স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় ছিনতাইকৃত সিএনজি গাড়ী উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিার (২৭ মে) রাত ৯ টার দিকে। মামলা ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল অদুদ দীর্ঘদিন ধরে নিজের মালিকানাধীন সিএনজি নিজেই চালিয়ে আসছে। পাশাপাশি এক্সেলেটর মেশিন দিয়ে বিভিন্ন স্থানে মাটি সরবরাহের টিকাদারী করে আসছে। উপজেলার করগাওঁ ইউপির পাঞ্জারাই এলাকায় এক্সেলেটর মেশিন দিয়ে মাটি সরবরাহের কাজ শেষ করে গত ২৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরে একটি চা স্টলে বসে হিসাব নিকাশ শেষে ২ লাখ ৩০ হাজার টাকা গ্রহন করে আব্দুল অদুদ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। মাটির টাকা গ্রহনের সময় থেকেই ছিনতাইকারীরা অদুদ এর পিছু নেয়। সিএনজি নিয়ে অদুদ সঙ্গীয় আবিদ মিয়াকে নিয়ে যাবার পথে আউশকান্দি ইউপির রুস্তমপুর কবরস্থানে পৌছা মাত্র মটর সাইকেল ও সিএনজি যোগে আমকুনা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোশাহিদ মিয়া, সামছু মিয়া, আব্দুল জলিলের ছেলে আলম মিয়া, সুরুজ মিয়ার ছেলে দিলাল মিয়া, সজলু মিয়ার ছেলে মামুন মিয়া, কবির মিয়াসহ প্রায় ৮/১০ জনের সস্ত্রশ একদল দুর্বৃত্ত আব্দুল অদুদকে ঘেরাও করে। এক পর্যায়ে মুখোশ পরিহিত দূর্বৃত্তরা আমকুনা গ্রামে মোশাহিদ মিয়ার বাড়িতে নিয়ে আব্দুল অদুদকে আটক করে রাখে। এ সময় তাদের মুখোশ খোললে তাদেরকে সনাক্ত করে অদুদ। এ সময় তারা তাকে বেদরক মারপিট করে। খবর পেয়ে আব্দুল অদদের ভাই জয়নাল আবেদীন নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রায় ৩ ঘন্টা আসামীদের কবল থেকে হাত পা বাধাঁ অবস্থায় তাকে উদ্ধার করে বলে জানাগেছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবগত করলে ছিনকাইকারীরা রাতে চেয়ারম্যানের বাড়ির রাস্তার উপর রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ সিএনজি গাড়ী উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ মামলাটি আদালতে দায়েরের পরার্মশ দিলে গত ৩১ মে সোমবার ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর