,

বাহুবলে প্রবাসীর স্ত্রী ছবি এডিট করে ফেসবুকে! দুই সহোদরের বিরুদ্ধে অভিযোগ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রবাসীর স্ত্রীর ছবি এডিট করে আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই সহোদরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য হবিগঞ্জ সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন। গত ২৫ মে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৯ আদালতের ওই যুবতীর মা বাহুবল উপজেলার করেরগাঁও গ্রামের পারভীন আক্তার বাদি হয়ে মামলা করেন। যার সিআর নং-১৪৮/২১। মামলার আসামিরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের রজব আলীর পুত্র নুর উদ্দিন (২৫) ও তার ভাই নুরুজ্জামান (৩৫)। মামলার বিবরণে জানা যায়, আসামিরা বাদির দুঃসম্পর্কের আত্মীয় হওয়ার সুবাদে তাদের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতো। এ সুবাদে তাদের সাথে সুসম্পর্ক ছিল তার পরিবারের। যে কারণে বাদির কন্যার ছবি তুলে নিয়ে যায় লম্পট নুর উদ্দিন। তিনমাস আগে তার কন্যাকে এক প্রবাসীর সাথে বিয়ে দেয়া হয়। এরপর থেকেই নুর উদ্দিন ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার কন্যার সম্মানহানি করতে ছবি এডিট করে হুমকি দিয়ে তাদের কাছে চাঁদা চায়। এক পর্যায়ে টাকা না দেয়ায় তার কন্যার ছবি এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেয়। শুধু তাই নয় মামলার করার পর উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে মামলাটি তুলে নিতে বাদি ও তার কন্যা হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন। এ ব্যাপারে জানমালের নিরাপত্তা চেয়ে গতকাল বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য হবিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর