,

নবীগঞ্জের চাঞ্চল্যকর প্রতারণা মামলায় উস্তার মেম্বার ও শাহিনের জামিন আবেদন আবারও পেছালো

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলায় গ্রেফতারকৃত আউশকান্দি ইউপি মেম্বার হাসান আলী ওরফে উস্তার মিয়া ও তার ভাতিজা শাহিনের জামিন শুনানি আবারও পেছালো। প্রতারণা মামলায় মেম্বার উস্তারের জামিন শুনানী গতকাল হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার জামিন শুনানি অনুষ্টিত হয়। কিন্তু বিজ্ঞ আদালত
মামলার শুনানি আগামী ১৭ই জুন পর্যন্ত পিছিয়ে দেন। প্রতারনা মামলায় গ্রেফতারকৃত উস্তার মেম্বার ও শাহিন প্রায় ৩ মাস যাবত জেল হাজতে থাকলেও আত্মসাতের ৭ ল টাকা এখনও ফেরত দেননি। এ নিয়ে এলাকাজুড়ে সমালোচনার ঝড় বইছে। সূত্রে জানা যায়, উক্ত মামলার চুড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করার লক্ষ্যে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি ইউপি মেম্বার উস্তারের রায়পুর গ্রামসহ ঘটনাস্থল আউশকান্দি বাজার এলাকার বিভিন্ন লোকজনের জিজ্ঞাসাবাদের কার্যক্রম প্রায় সম্পন্নের পথে। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারস্থ বকুল মিষ্টি ঘরেরও সত্ত্বাধিকারী ব্যবসায়ী রোমন মিয়ার নিকট থেকে জায়গা বিক্রির কথা বলে উল্লেখিত আসামীরা ৭ ল টাকা নেয়। কিন্ত জায়গা বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকে। এবং উক্ত জায়গা অন্যত্র বিক্রি করে ভ’মি রেজিষ্ট্রি করার ৩দিন পর জমি বুঝিয়ে দিবেন বলে নগদে ব্যবসায়ী রোমান মিয়ার নিকট থেকে ৫০,০০০ টাকা নেন ইউপি মেম্বার উস্তার। বিগত ২০১৪ সালে টাকা নিলেও ৭ বছর ধরে জায়গা বুঝিয়ে দিচ্ছেনা এবং টাকাও ফেরত দেয়নি। এক পর্যায়ে উল্টো ব্যবসায়ী রোমন ও তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি দিয়ে যাচ্ছিল। এনিয়ে স্থানীয় আউশকান্দি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও আউশকান্দি বাজার এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য খালেদ আহমদ জজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে শালিস বিচারের টাকা ফেরত দেয়ার রায় হলেও আসামীপ কোন কর্ণপাত করেনি। পরে বাধ্য হয়ে ব্যবসায়ী রোমান মিয়া আইনের আশ্রয় নেন। অবশেষে তিনি গত ৮ মার্চ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেেিত গত ১৬ মার্চ আউশকান্দি বাজারে অভিযান চালিয়ে ইউপি সদস্য উস্তার ও তার ভাতিজা শাহিনকে গ্রেফতার করে হবিগঞ্জের ডিবি পুলিশ। নবীগঞ্জ-শেরপুর রোডস্থ ডেবনার ব্রীজ সংলগ্ন এরাবরাক নদীর সরকারের খাস জমি দখল করে দোকানঘর নির্মানসহ তাদের বিরুদ্ধে নানা অনিয়মের বিষয়ে তদন্ত সাপেে প্রয়োজনীয় পদপে নিতে সংশ্লিষ্ট কর্ত”পরে প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর