,

চুনারুঘাটে দাবি-দাওয়া পূরণের আহ্বান জানালেন আদিবাসীরা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় আদিবাসী সম্প্রদায়ের তিন শতাধিক নারী-পুরুষ তাদের দাবি-দাওয়া নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার (১৩ জুন) দুপুর ১২টায় আদিবাসী তরুণ সমাজকর্মী লিটন ত্রিপুরার নেতৃত্বে তারা এ সাক্ষাৎ করেন। উপজেলার ৯ নং রানীগাঁও ইউনিয়নের কালেঙ্গা, ছনবাড়ী, ডেবড়া বাড়ি, হরিনমারা, নাছিমাবাদ,
মঙ্গোলিয়া টিলার পাহাড়ি আদিবাসী গোষ্ঠী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্করের সাথে তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলেন। এ সময় আদিবাসী নেতৃবৃন্দ অসহায় দরিদ্র পরিবারের জন্য আশ্রয় নিশ্চিত করতে ঘর, টিন, সমাজ উন্নয়নে মন্দির, পাঠশালা, পাহাড়ি রাস্তা সংস্কার ও নতুন রাস্তা তৈরিকরণসহ আর্থিক সহযোগিতা দাবি করেন। এছাড়া বর্তমান সরকারের উন্নয়ন মহাসড়কের অংশীদারিত্বের ভিত্তিতে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সরাসরি আদিবাসী গোষ্ঠীর মাঝে বিতরণ ও প্রদান করার দাবি জানান তারা। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর তাদের জানান, বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর সাথে কথা বলে এসব দাবি-দাওয়া পূরনের চেষ্টা করবেন তিনি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্করের সাথে সমন্বয় করে আদিবাসীদের পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর