,

মাধবপুরে পানি নিষ্কাশনে মেম্বারের বাধা ॥ এলাকাবাসীর প্রতিবাদ সভা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে কালভার্টের সামনে মাটি ফেলে ভরাট করে পানি নিষ্কাশনে বাধা তৈরী করেছে এক মেম্বার। পানি নিষ্কাশনে বাধা দেওয়ায় শত শত মানুষের জমি, পুকুর, মন্দির ও প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন বাড়িঘর বৃষ্টির পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের কথা বলে টাকা নিয়ে ও নিষ্কাশনের ব্যবস্থা না করায় ইউপি সদস্য (মেম্বার) শাহরিয়ার উদ্দিন হিলালী ওরফে মানী মেম্বারের বিরুদ্ধে ফুসে উঠেছে লোকজন। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রতিবাদে সভা করেছে। গতকাল সোমবার বিকেলে আফজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডাঃ লাল মিয়া , আব্দুর রহমান (সাত্তার মাষ্টার), ডাঃ হরিশ চন্দ্র দেব, বিল্লাল হোসেন, ফারুক মেম্বার, স্বপ্না বেগম, আরমান মিয়া সহ অনেকেই।


     এই বিভাগের আরো খবর