,

বানিয়াচংয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম নাসিম ॥ বানিয়াচংয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আযোজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম  চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসকাব সভাপতি এস এম খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, ডাঃ ইশতিয়াক, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, গিয়াস উদ্দিন, আব্দুল আহাদ, মাওলানা হাবিবুর রহমান, রেহাছ মিয়া, এরশাদ আলী, জয়কুমার দাশ, এসআই মহিন উদ্দিন প্রমুখ। এছাড়া বিভিন্ন দয়তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্য উপস্থিত ছিলেন। সভায় যত্রতত্র গাড়ী পার্কিং ও অপ্রাপ্ত বয়স্ক টমটম মিশুক চালকদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, অনলাইনে হোল্ডিং খুলে নিয়মিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমির খাজনা প্রদান করা, গ্যানিংগঞ্জ বাজারের এলআর হাইস্কুল রোড, বড়বাজার হইতে আলিয়ামাদ্রাসা রোড ও সাবরেজিষ্টার অফিস রোডে পানি নিস্কাসনের জন্য ডেইন নির্মানের সিদ্ধান্ত হয়। এছাড়া আইন-শৃঙ্খলা বিষয়ে চেয়ারম্যানদের দেওয়া বক্তব্যের ভিত্তিতে প্রতিমাসে থানা থেকে কাজের অগ্রগতি প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী অনলাইনে খাজনা নেওয়ার ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি ইউএও ও এসিলেন্ডকে উপজেলা পরিষদের পক্ষথেকে ধন্যবাদ জানান। এছাড়া বানিয়াচং উপজেলাকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর