,

হবিগঞ্জে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ট্রাক চাপায় নবীগঞ্জের এক বৃদ্ধা নিহত

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে মাটি বোঝাই নিষিদ্ধ ট্রাক্টর বেপরোয়া গতিতে চলাচল করছে। তাদের নেই কোনো পারমিট নেই কোনো দক্ষ চালক। তবুও বীরদর্পে শহরের প্রধান সড়ক দিয়েও চলাচল করছে। ফলে রাস্তা ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে পাশাপাশি ঘটছে মারাত্মক দূর্ঘটনা। ট্রাক্টরের চাপায় গত ১ মাসে শিশু ও মহিলাসহ অনেকেই মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরতলীর রামপুরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন কুলসুমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা। ঘটনার পর থেকেই ট্রাক্টর চালক পালিয়ে গেছে। তিনি নবীগঞ্জ উপজেলার সাকোয়া গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী। জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে তিনি ওই এলাকায় মেয়ে খাদিজা বেগমকে দেখতে বেড়াতে আসেন। পথে খোয়াই নদীর বাধে একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।


     এই বিভাগের আরো খবর