,

খেলার জায়গা করে দেয়ায় ১ জনকে দুই মাসের জেল, নবীগঞ্জে ৯ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ্বে গোপলার বাজারের নিকটে মর্তুজ কমিউনিটি সেন্টার থেকে ১০ জনকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাতেনাতে জুয়া খেলার সামগ্রীসহ আটক করেন। এ সময় দোকানে জুয়া খেলার জায়গা করে দেওয়ার অপরাধে মর্তুজ মাকেটের মালিক ফুটারচর গ্রামের গোলাম মর্তুজের পুত্র মোঃ জাবেদ মিয়া (৪০) কে ২ মাসের জেল প্রদান করেন। এছাড়া জালালসাফ গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র ফয়জুর রহমান (৬০), ও আব্দুল খালিকের পুত্র আব্দুল বাছিত (৪৮), ভানুদেব গ্রামের মৃত- সঞ্জব উল্লাহর পুত্র আবুল মিয়া (৬২), ও আবুল হকের পুত্র আইনুল হক (২৬), বৈঠাখাল গ্রামের মৃত আলকাছ মিয়ার পুত্র (মালা মিয়া (৩১), ও মৃত- সত্তার মিয়ার পুত্র সেলিম মিয়া (৪১), হৈবতপুর গ্রামের সঞ্জব আলীর পুত্র ইউনুস মিয়া (৩৮), সাদুল্লাপুর গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র মিলন মিয়া (৩০), জহুরপুর গ্রামের আলকাছ উল্লাহর পুত্র ছানু মিয়া (৪৭)কে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) অনুযায়ী দোষী সাব্যস্ত করে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন। জুয়া খেলা সহ ধরলে শাস্তি কারাদন্ড হতে পারে, তবে এ জন্য স্থান তৈরি করে দিলে শাস্তি অবধারিত। জুয়া, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সামাজিক অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। আইন শৃংখলা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন সর্বদা প্রস্তুত নবীগঞ্জ থানা পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।


     এই বিভাগের আরো খবর