,

চুনারুঘাটে পিতৃপরিচয় চেয়ে আদালতে যুবতীর মামলা

জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাটে পিতৃপরিচয় চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে মতিয়া রবি দাস নামের এক যুবতী। এমনকি মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি দফারফারও চেষ্টা করেন সমাজপতিরা। এমন অভিযোগ এনে ওই নারী গতকাল বুধবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই আদালতে মামলা করেন। বিচারক মামলা আমলে নিয়ে তদন্তের জন্য চুনারুঘাট থানার ওসিকে নির্দেশ দেন। মামলায় আসামিরা হল, চুনারুঘাট উপজেলার দ্বারাগাঁও চা বাগানের উত্তর বাজার এলাকার মৃত অনিরুদ্ধ আহীরের পুত্র রাজেশ আহীর (৩০), মৃত শ্যামসুন্দর আহীর পুত্র শ্রীকান্ত আহীর (৪০) সহ ৫ জন। মামলার বিবরণে জানা যায়, রাজেশ আহীর বিয়ের প্রলোভন দিয়ে মতিয়া রবি দাসের সাথে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে সে অন্তস্বত্তা হয়ে পড়ে। বারবার তাকে বিয়ের চাপ দিলে রাজেশ আহীর কালক্ষেপন করে। বর্তমানে ওই যুবতী ৭ মাসের অন্তস্বত্তা। বিষয়টি নিয়ে এলাকায় সালিশ বৈঠক হয়। এতে সমাজপতিরা মোটা অংকের টাকা নিয়ে তার অনাগত সন্তানকে নষ্ট করার পরামর্শ দেন। পরবর্তীতে ওই নারী চুনারুঘাটের বিভিন্ন স্থান এবং থানায় গিয়েও বিচার না পেয়ে নিরূপায় হয়ে মামলা দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর