,

নবীগঞ্জে মা-বাবাকে নির্যাতন করায় কুলাঙ্গার পুত্রের ১ বছরের কারাদন্ড

জাবেদ তালুকদার ॥ মা-বাবাকে নির্যাতন করায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের বিশ্বজিৎ রায় (২১) কে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। দন্ডপ্রাপ্ত বিশ্বজিৎ রায় গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের বিধান রায়ের ছেলে। জানা যায়, বিশ্বজিৎ রায় প্রায়ই তার পিতা-মাতাকে মারধোর করতো। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ধরনের কাজ করতে নিষেধ করলেও সে কর্ণপাত করেনি। গতকাল সে আবারো তার মা-বাবাকে মারধোর করে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে ইউপি সদস্য তোফাজ্জল হক বকুলের বাড়িতে আটকে রাখেন। পরে নবীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে পৌছে মোবাইল কোর্ট পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে বিশ্বজিৎ রায় (২১) কে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, মা-বাবাকে নির্যাতন করায় বিশ্বজিৎ রায় কে মোবাইল কোর্টেল মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের কাজ আইনের চোখে অপরাধ। সকলকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহবানও করেন তিনি।


     এই বিভাগের আরো খবর