,

বানিয়াচংয়ে দুর্যোগ বিষয়ক আদেশাবলী বাস্তবায়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত

জহিরুল ইসলাম নাসিম ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত “দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯” যথাযথ বাস্তবায়ন ও অবহিতকরণ লক্ষ্যে বানিয়াচংয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজনে অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আলতাব হোসেন এর সঞ্চালনায় কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব (আইন) মুনিরা সুলতানা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেম চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক, বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হক, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মামুন মোল্লা, ডাঃ সালাউদ্দিন সজিব, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মাও: হাবিবুর রহমান, লুৎফুর রহমান, এরশাদ আলী,বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সৈয়দ আহমদ প্রমুখ। অবতিহকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, কৃষি কর্মকর্তা এনামুল হক, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, আহাদ মিয়া, আব্দুল কদ্দুস শামীম, বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাও: আতাউর রহমান, প্রভাষক মোফাজ্জল হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য রায়হান উদ্দিন সুমন। অবহিকরণ কর্মশালায় সমন্বয়েকের দায়িত্বে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস। কর্মশালায় বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর