,

নবীগঞ্জ বখাটেদের হামলায় আহত ১০ ॥ থানায় অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নে ভরপুর রাস্তার পাশে একই ইউনিয়নের বাশডর গ্রামের লোকজন আসার পথি মধ্যে ভরপুর গ্রামের একদল বখাটেদের হামলায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৪ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। জানা যায়, গত ৪/৫দিন পূর্বে ভরপুর গ্রামের আবু শ্যামা, জয়নাল, জাহাঙ্গীর গংরা বাশডর গ্রামের কলেজ পড়–য়া এক ছাত্রীর সাথে অশোভ আচরণ ও তার মোবাইল নম্বর জানতে চায়। সে বখাটেদের সাথে কথা না বলায় তার ছবি তুলে বিকলঙ্গ অবস্থায় ফেইসবুকে দেবে বলে হুমকি প্রদান করে। এ ঘটনা ঐ কলেজ পড়–য়া ছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে তাৎক্ষনিক তার অবিভাবকরা ঐ বখাটে যুবকদের অভিভাকদের কাছে বিচার প্রার্থী হলে বখাটেরা ঐ গ্রামের লোকজনদের উপর ক্ষিপ্ত হন। গত রবিবার দুপুরে বাশডর গ্রামের লোকজন রাস্তা দিয়ে আসার পথে বখাটেগণসহ ১০/১২জনের একদল দূর্বত্ত তাহাদের উপর এলোপাতারী হামলা চালায়। এতে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এনামুল হক (২৩) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ আশংকা জনক অবস্থায় প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের মধ্যে জহিরুল আলম (২৭), মিনা আক্তার (৩২), সইফুল ইসলাম (২৫) ও জিতু মিয়া (৪০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বাশডর গ্রামের নুনু মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর