,

বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের মাসিক সভা সহ ১০ কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের মাসিক সভা সহ ১০টি বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই গতকাল সোমবার সকাল ৯টা হতে উপজেলা পরিষদ সভা কক্ষে দিন ব্যাপী সভার শুরুতে এনজিও বিষয়ক কমিটি, ব্যাংক ঋণ বিতরন কমিটি, উপজেলা বিদ্যুত সমন্বয় কমিটি, উপজেলা যৌতুক নিরোধ কমিটি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, উপজেলা টাস্কফোর্স কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, ভোটার হালনাগাদ সমন্বয় কমিটি ও উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা সংসদ সদস্য আলহাজ্জ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ভাইস চেয়ারম্যান তানিয়া খানম ও ইকবাল বাহার খান। বিকেলে উপজেলা পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর উপস্থাপনা ও পরিচালনায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আলহাজ্জ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, দু’ভাইস চেয়ারম্যান তানিয়া খানম ও ইকবাল বাহার খান, ছাড়াও বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুর হারুন, ওসি নির্মলেন্দু চক্রবর্তী, চেয়ারম্যান মিজানুর রহমান খান, চেয়ারম্যান হায়দারুজ্জামান খান, চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বারিক, অধ্যক্ষ সাফিউজ্জামান খান, অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ, গোলাম কিবরিয়া লিলু, উপাধ্যক্ষ মোঃ আতাউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, পিআইও মেহেদী হাসান টিটু, বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আবুল কাসেম, মৎস্য অফিসার রমনী মোহন পাল, যুব উন্নয়ন কর্মমর্তা সারোয়ার সুলতান আহমেদ, সমবায় অফিসার দেবশীষ দেব, ওসি তদন্ত দিলোয়ার হোসেন, ডিজিএম মিজানুর রহমান প্রমুখ। সভায় বক্তাগন বানিয়াচঙ্গের পল্লী বিদ্যুতের কার্যক্রম, গড়ের খাল পুণরুদ্ধার, জনাব আলী কলেজ সরকারী করন, বিথঙ্গল আখড়া, ঐতিহাসিক সাগর দিঘী, বানিয়াচঙ্গ সোয়াম ফরেষ্ট, কাগাপাশা ইউনিয়নকে ভেঙ্গে আরেকটি ইউনিয়ন গঠন, বানিয়াচঙ্গ পৌরসভা গঠন, দক্ষিণ বানিয়াচঙ্গ উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান বানিয়াচঙ্গ উপজেলার সার্বিক উন্নয়নে সম্মিলিত ভাবে স্ব-স্ব অবস্থান থেকে সবাইকে অবদান রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বানিয়াচঙ্গের সামাজিক, রাজনৈতিক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রশাসনিক সহাবস্থানের ভূয়শী প্রসংশা করে, চিরাচরিত ঐতিহ্য ভাবমূর্তি রক্ষার আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর