,

আজমিরীগঞ্জে পুলিশ এসল্ট মামলার প্রধান আসামী বাহুবল থেকে গ্রেফতার

হাবিবুর রহমান রিয়াদ ॥ আজমিরীগঞ্জে গত ২৮ শে মার্চ হেফাজত ইসলামের ডাকা হরতালে পুলিশের দুটি মোটর সাইকেল পুড়ানো ও গাড়ি ভাংচুরের মামলার প্রধান আসামী নোয়াগড় দারুসসালাম মাদ্রাসা সুপার মনির হোসাইন চৌধুরী (৩৬)কে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাটিয়াজুরি এলাকা থেকে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। গত ২০ জুন রবিবার গভীর রাতে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশের দিক নির্দেশনায় আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার মনির হোসাইন চৌধুরীকে আটক করেন। আটক মনির হোসাইন চৌধুরী নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী (পুরানগাঁও) এর বাসিন্দা আব্দুর রউফ মিয়ার পুত্র। এখন পর্যন্ত এই মামলায় ২৩ জনকে আটক করা হয়েছে। জানাযায় গত ২৮ মার্চ সারাদেশে হেফাজত ইসলামের ডাকা হরতালে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় যাত্রী ছাউনি এলাকায় হরতাল সমর্থকরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে ও দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এ সময় হরতাল কারীদের পিকেটিংয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সহ ২০ জন পুলিশ সদস্য আহত হয়। এরই প্রেক্ষিতে ২৯ মার্চ আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ এবং ৪ শ জন অজ্ঞাতনামা দিয়ে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত এই মামলায় ২৩ জন আটক করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর