,

হবিগঞ্জ পৌরসভার প্রাকবাজেট মতবিনিময় সভা, আগামী ৫ বছরে হবিগঞ্জ পৌরসভায় ব্যাপক উন্নয়নকাজ হবে ॥ আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে মেয়র আতাউর রহমান সেলিম ইতিমধ্যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন দপ্তরে জোড়ালোভাবে যোগাযোগ শুরু করেছেন। সকলের মতামত ও পরামর্শে আগামী ৫ বছরে হবিগঞ্জ পৌরসভায় ব্যাপক উন্নয়নকাজ হবে। আমরা যেন ৫ বছর পর গর্ব করে বলতে পারি পৌরসভার মেয়র হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে সফল হয়েছেন। পৌরসভা প্রাক বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় পৌর টাউন হলে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এ প্রাকবাজেট মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার ২০২১-২২ ইং অর্থবছরের জন্য একটি গনমূখী ও বাস্তবসম্মত বাজেট প্রনয়ণের লক্ষে হবিগঞ্জ পৌরএলাকার ব্যবসায়ী সাবেক জনপ্রতিনিধি, আইনজীবীসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ , সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বাজেট সম্পর্কিত মতবিনিময়ের জন্য সভার আহবান করা হয়। প্রধান অতিথি বলেন,‘ মেয়র আতাউর রহমান সেলিমের উপর পৌরবাসীর অনেক প্রত্যাশা। তাঁর উপর অনেক দায়িত্ব। সে কারনে কিভাবে নাগরিক সেবা বাড়ানো যায় সে ব্যাপারটি মেয়রের মাথায় থাকবে।’ মেয়র পৌরপরিষদকে সাথে নিয়ে স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রস্থত করে পৌরসভার উন্নয়নে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এডভোকেট আবু জাহির এমপি। তিনি পৌরসভাকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পৌরপরিষদকে সহযোগিতা করতে পৌরবাসীর প্রতিও তিনি আহবান জানান। সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে হবিগঞ্জ পৌরসভার সমস্যাগুলো একে একে সমাধান করা সম্ভব হবে।’তিনি বলেন ‘ডাম্পিং স্পট বাস্তবায়ন করতে আমরা সর্বাত্মক প্রচেস্টা চালিয়ে যাচ্ছি। কারন আমরা বিশ্বাস করি এক বছরের মাঝে নিজস্ব ডাম্পিং সাইট বাস্তবায়ন করতে না পারলে পৌরসভার ময়লা আবর্জনা অপসারণ করার আর কোন জায়গা অবশিষ্ট থাকবে না। সে কারণে এ ব্যাপারটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছি।’ তিনি আরো বলেন ‘এডভোকেট আবু জাহির এমপি মহোদয়ের সহযোগিতায় আমরা নতুন নতুন প্রকল্পে অর্ন্তভূক্ত হয়ে হবিগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করবো।’


     এই বিভাগের আরো খবর