,

হবিগঞ্জে ছিনতাইকালে দুই চোর আটক উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় চুরির হিড়িক পড়েছে। এক শ্রেণির মাদকসেবীরা টাকার জন্য ছিনতাই ও চুরির মতো অপরাধে জড়িয়ে পড়েছে। তাদের হাত থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রেহাই পাচ্ছেন না। বাসা থেকে বের হলেই প্রকাশ্যে মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যাচ্ছে তারা। গতকাল রবিবার রাত ৮টার দিকে শহরের উত্তর শ্যামলী এলাকায় মোবাইল ফোন ছিনতাইকালে দুই চোরকে হাতেনাতে আটক করে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। তারা হল, নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের চৈদ আলীর পুত্র কালন মিয়া (২৮) ও নুর মিয়ার পুত্র শাহ আলম (৩০)। এ সময় তাদের সাথে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়। জানা যায়, সন্ধ্যার পর থেকেই উঠতি বয়সী মাদকসেবীরা শহরের কেন্দ্রীয় ঈদগাহের ভেতরে ও আশপাশ এলাকায় এবং সদর হাসপাতালের পেছনের কোয়ার্টার এলাকা, সিনেমা হল, উত্তর শ্যামলী, রাজনগর, মোহনপুর, শায়েস্তানগরসহ বিভিন্ন এলাকায় মাদকসেবন করে। মাদকসেবনের টাকার জন্যই চুরি, ছিনতাইর মতো অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সদর থানা পুলিশ কেন্দ্রীয় ঈদগাহের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে। তারপরও ঈদগাহের ভেতরে সন্ধ্যা হলেই মাদকসেবন চলে। কেউ প্রতিবাদ করলে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়। সদর থানার ওসি জানান, দুইচোরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সাথে কারা জড়িত তাদেরকেও খোঁজে বের করা হবে।


     এই বিভাগের আরো খবর