,

ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ঘোষণা প্রত্যাহার করুন কমরেড পীযূষ

সংবাদদাতা ॥ ব্যাটারি চালিত রিক্সা বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জে সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। গতকাল রবিবার রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের আনোয়ারপুর বাইপাস পয়েন্টে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হবিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রেরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, শ্রমিক নেতা মোঃ সাহেব আলী, রাহিমুল ইসলাম চৌধুরী, মোঃ আলমগীর মিয়া, মোঃএনামুল হক, মোঃ বজলুর রহমান প্রমুখ। শ্রমিক সমাবেশে কমরেড পীযূষ চক্রবর্তী স্বরাষ্ট্র মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ব্যাটারি চালিত রিক্সার বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন তা অমানবিক। এর ফলে দেশের ৫০ লাখ শ্রমিকের পরিবার-পরিজনের বাঁচা-মরার প্রশ্ন দেখা দিয়েছে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করুন। বুয়েটের ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শক্রমে ব্যাটারি চালিত রিক্সার যুক্তিসঙ্গত ডিজাইন করে এগুলো চালানোর লাইসেন্স দেয়ার ব্যবস্থা করুন।


     এই বিভাগের আরো খবর