,

আগস্টের মধ্যে ঋণের কিস্তির ২০% দিলে জুনে খেলাপি নয়

সময় ডেস্ক ॥ চলতি জুন মাসের মধ্যে একজন ঋণগ্রহীতার যে পরিমাণ টাকা দেওয়ার কথা তার ২০ শতাংশ আগামী আগস্টের মধ্যে পরিশোধ করলে তাকে খেলাপি করা যাবে না। অবশ্য ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ সুবিধা কার্যকর হবে। গতকাল রোববার রাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে কেউ কিস্তি না দিলেও আগামী ডিসেম্বর পর্যন্ত খেলাপি না করার দাবি জানায় এফবিসিসিআই, বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। তবে ব্যাংকগুলোর আদায় কমার বিষয়টি পর্যালোচনা করে গত বছরের মতো এবার আর ঢালাও সুবিধা দেয়নি কেন্দ্রীয় ব্যাংক।


     এই বিভাগের আরো খবর