,

চুনারুঘাটে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের অভিযান

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করা হয়। সোমবার বিকাল সাড়ে ৫টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী
কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। চুনারুঘাট উপজেলার পৌর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এদিকে চুনারুঘাট হতে রানীগাঁও সিএনজি স্ট্যান্ডের পাশে গাঁজাসহ মানিক মিয়া নামের একজনকে আটক করা হয়। এসময় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। আটককৃত মানিক মিয়া বাহুবল এলাকার খিলবামৈই গ্রামের বাসিন্দা। এ সময় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে কঠোরভাবে সতর্ক করা হয়। এবং এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।


     এই বিভাগের আরো খবর