,

নবীগঞ্জে মামলা দায়েরের জের ধরে বাদীকে পিটিয়ে আহত, থানায় লিখিত অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মামলা দায়েরের জের ধরে বাদীকে পিটিয়ে আহত করেছে মামলার আসামীরা। সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শ্রীমতপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র আবুল কাশেম (৪২) কে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে আহত করেছে একই গ্রামের শাহিন মিয়ার পুত্র সুমন চৌধুরী (৩৫), রুমন চৌধুরী (২৬), লিমন চৌধুরী (২২), মৃত নাজির মিয়ার পুত্র সেলিম মিয়া (৪২), মতু মিয়ার পুত্র রিকসন মিয়া (৩৫) সহ অন্যান্য আসামীরা। জানা যায়, শ্রীমতপুর গ্রামের আবুল হোসেনের সঙ্গে একই গ্রামের এমরান মিয়ার জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৬ জুলাই বুধবার দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবুল হোসেনসহ তার পরিবারের অনেকেই আহত হন। পরবর্তীতে গ্রামের বিভিন্ন মুরুব্বিয়ানরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও এমরান মিয়া এলাকায় প্রভাবশালী হওয়ায় তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে তারা ন্যায্য বিচারের আশায় গতকাল সকালে মঙ্গলবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের বিষয়টি জানতে পেরে এমরান মিয়াসহ মামলার আসামীরা ক্ষোভে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবুল কাশেম মিয়ার কর্মস্থল ধুলিয়াখালস্থ ইদ্রিস কটন মিল থেকে ফেরার পথিমধ্যে সুমন চৌধুরী, রুমন চৌধুরী, লিমন চৌধুরী, সেলিম মিয়া, রিকসন মিয়াসহ বেশ কয়েকজন লোক তার উপর হামলা চালায়। এতে আবুল হোসেন গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আবুল হোসেনের মোবাইল, মেইলের ম্যানেজার হওয়ার সুবাদে তার সাথে থাকা নগদ ২ লক্ষ ২০ বিশ হাজার টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করেছেন।


     এই বিভাগের আরো খবর