,

চুনারুঘাটে লকডাউন বাস্তবায়নে অভিযান ৬টি মামলায় ৪৭০০ টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দিনব্যাপী প্রচারাভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ৬টি মামলা ও ৪৭০০ টাকা জরিমানা করা। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টা থেকে উপজেলায় বিভিন্ন বাজারে প্রচারাভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন খাঁন এলিস। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন- পৌরসভার মেয়র সাইফুল আলম, বাংলাদেশ সেবাবাহিনীর একটি দল এবং অফিসার ইনচার্জ আশরাফ আলী সহ চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। এদিকে দিনব্যাপী প্রচারাভিযানে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না আসা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসি ছাড়া সকল ব্যবস্থা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং সকলকে মাস্ক পরিধানসহ কঠোর স্বাস্থ্য বিধি মেনে দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়। এসময় মাস্ক বিতরণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।


     এই বিভাগের আরো খবর