,

আজমিরীগঞ্জে স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে কোয়ার্টার দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে ইউনিয়নের মায়া রাণী দাশ নামের এক স্বাস্থ্যকর্মী পরিচয়দানকারী দীর্ঘদিন ধরে সরকারি কোয়ার্টার দখল করে স্বপরিবারে বসবাস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। শুধু তাই নয় তিনি অবৈধ গর্ভপাতসহ অপচিকিৎসা অনেক নারীর মৃত্যুও হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি সরকারি চাকরি না করেও কোয়ার্টার দখল করে রাখায় সাধারণ মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এক ইউপি সদস্যের ছত্রছায়ায় থেকেই মায়া রাণী দাশ এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, দীর্ঘ ৭/৮ বছর যাবত অষ্টগ্রামের বাসিন্দা মায়া রাণী দাশ মা-মনি প্রকল্পের স্বাস্থ্য সহকারি হিসেবে কাজ করছেন। এরপর প্রজেক্ট শেষ হলেও অদ্যাবদি তিনি কোয়ার্টার দখল করে চিকিৎসার নামে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে মায়া রাণীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিবার পরিকল্পনার অফিসের এক কর্মকর্তার অনুমতি নিয়ে তিনি ৩ বছর ধরে কোয়ার্টারে বসবাস করছেন। তবে তিনি দরিদ্র মানুষকে ডেলিভারীসহ সেবা দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন জানান, সরকারি কোয়ার্টারে কোনো বে-সরকারি লোক থাকার নিয়ম নেই। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর