,

হবিগঞ্জে ৩শ কেজি ভিজিএফ’র চাল উদ্ধার

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ পয়েন্টে ডিবি পুলিশ ও এনএসআই’র যৌথ অভিযানে ৩শ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ সময় সদর উপজেলার লুকড়া গ্রামের বাসিন্দা আজিজুল হক (২৫) নামের এক চালককে আটক করা হয়। সে ওই গ্রামের আইয়ুব আলীর পুত্র। তবে ওই চালের মূল মালিক পালিয়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই এসআই মাহমুদুল হাসান ও এনএসআই’র একটি দল অভিযান চালায়। এ সময় উল্লেখিত মালামালসহ আজিজুল হককে আটক করা হয়। ডিবির এসআই মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, চালের মালিককে ধরতে অভিযান অব্যাহত আছে। তাকে ধরলেই এ ঘটনার রহস্য উন্মোচন হবে। ইদানিং করোনা মহামারীর কারণে সরকার থেকে বিভিন্নভাবে দরিদ্র মানুষকে সহায়তা করা হচ্ছে। আর এ সুযোগটি কাজে লাগিয়ে এক শ্রেণির কালোবাজারীরা দরিদ্র মানুষের আহার লুটে খাচ্ছে। ইতোমধ্যে চুনারুঘাট থেকে ৬শ কেজি ভিজিএফ এর চাল ছাড়াও বিভিন্ন স্থানে এসব চাল ধরার পরও কালোবাজারীরা থেমে থাকেনি। স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে স্বল্পমূল্যে এসব চাল কিনে বিভিন্ন স্থানে পাচার করছে। ডিবির ওসি আল আমিন জানান, এ রিপোর্ট লেখকালে মূলহোতাকে ধরতে অভিযান চলছে।


     এই বিভাগের আরো খবর