,

নবীগঞ্জের নয়া এসিল্যান্ড’র মানবতায় দৃষ্টান্ত স্থাপন

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস ১ জুলাই কঠোর ডাউনের প্রথম দিন হতে অনেক সুনামের সহিত প্রশাসনিক কার্যক্র প্রশংসায় উপজেলাবাসী। সহজ সরল মনের অধিকারী বলে পুরো নবীগঞ্জ উপজেলায় সুনামের সহিত এই কর্মবীর অফিসার দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছেন। ৮ জুলাই বৃহস্পতিবার দায়িত্ব পালনকালে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এই কর্মবীর সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস। বিশ্ব যেখন করোনা ভাইরাস এর মহামারী প্রভাবে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে। জননিরাপত্তায় স্বার্থে দেশের সব ধরনের পরিবহন বন্ধ রাখা হয়েছে। নবীগঞ্জ পৌর শহরে করোনায় সচেতনতা মূলক মোবাইল কোর্ট পরিচালনা করার সময় রাস্তায় এক পাগল মহিলাকে বস্ত্রবিহীন অবস্থা দেখতে পান। দৃষ্টিগোচর হয় নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস এর। বস্ত্রবিহীন মহিলার বস্ত্র প্রদান করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাসের সহযোগিতায় সেনাবাহিনী অর্থায়নে ২টি শাড়ি, ব্লাউজ, সেলোয়ার মস্তিষ্ক বিহীন মহিলাকে বস্ত্র পড়িয়ে দেন এসিল্যান্ড। এ ব্যাপারে নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস কাছ থেকে জানা যায়, আমার সার্বিক সহযোগিতায় সেনাবাহিনীর অর্থায়নে পাগল মহিলাকে পোশাক প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর