,

বানিয়াচংয়ে ইমামদের সাথে উপজেলা চেয়ারম্যানের করোনা ভাইরাসের সংক্রমনরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা

জহিরুল ইসলাম নাসিম : বানিয়াচংয়ে ইমামদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যানের করোনা ভাইরাসের সংক্রমন রোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই রবিবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ২নং উত্তর পশ্চি ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ৩নং দক্ষিন পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ৪নং দক্ষিন পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া, আদর্শবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এস এম হাফিজুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান খান, মজলিশপুর জামে মসজিদের ইমাম ইমদাদুর রহমান,আদর্শবাজার জামে মসজিদের ইমাম হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন. করোনা ভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধিসহ সরকারি সকল আদেশ যথাযথ ভাবে পালন করতে হবে। মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে দুরত্ব বজায় রাখাসহ প্রত্যেক মোসল্লীকে মাস্ক পরিধান করে মসজিদে আসতে হবে। এছাড়া মানুষের সচেতনতা বৃদ্ধি করতে জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, ও সচেতন মহল এগিয়ে আসতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমারা করোনা ভাইরাস থেকে বেচেঁ থাকতে পারব ইনশা আল্লাহ।
পরে করোনা ভাইরাসসহ সকল প্রকার মহামারী থেকে বাঁচতে মোনাজাত পরিচালনা করেন বানিয়াচংয়ের বিশিষ্ট আলেম শায়েখ মাওলানা মুখলিছুর রহমান।


     এই বিভাগের আরো খবর