,

লাখাইয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নানুর মিয়ার মৃত্যু

স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলার বামৈ গ্রামে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নানু মিয়া (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে নানু মিয়ার পরিবারের দাবি ওই বাড়ির মালিক বিদ্যুত সংযোগ চালু রেখে তাকে দিয়ে কাজ করান বলে এ ঘটনা ঘটেছে। সে হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামের খুর্শেদ আলীর পুত্র ও দুই পুত্র সন্তানের জনক। গতকাল রবিবার দুপুরে প্রতিদিনের মতো বামৈ হাসপাতালের পাশে জনৈক ব্যক্তির বাড়িতে নানু মিয়া নির্মাণ শ্রমিকের কাজ করতে যান। কিন্তু তিনি যাবার আগে বাড়ির মালিককে বলেন বিদ্যুত সংযোগ বন্ধ রাখতে। কিন্তু তারা বিদ্যুত সংযোগ বন্ধ না করেই কাজ করান। এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হলে লোকজন তাকে উদ্ধার করে বামৈ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাখাই থানার পুলিশ লাশের সুরতহাল তৈরি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 


     এই বিভাগের আরো খবর