,

আজমিরীগঞ্জ নিষেধাজ্ঞা অমান্য করায় অর্থদণ্ড

হাবিবুর রহমান রিয়াদ : ম্যাজিস্ট্রেট-সেনাবাহিনী-পুলিশ-আনসার সমন্বয়ে যৌথবাহিনীর টহল চলমান। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ছিল সেনা ও পুলিশের টিম।  এসময় লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে জনসচেতনতার পাশাপাশি নির্দেশনা  অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ০৭ জনকে ৬,৪০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ছিল সেনা ও পুলিশের টিম। কঠোর বিধিনিষেধে সরকারি নির্দেশনা অমান্য করলে জেল, জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় উপজেলা প্রশাসক কার্যালয় সূত্র। অপরদিকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) সদস্যরা বাইরে বের হওয়া মানুষ, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল দেখলেই থামাচ্ছেন- কিন্তু সবাই কোনো না কোনো অজুহাত দেখাচ্ছেন। বাইরে বের হওয়ার কারণ একেবারে অযৌক্তিক হলে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন তারা। কোনো কোনো ক্ষেত্রে মানবিক বিবেচনায় দেয়া হচ্ছে ছাড়।
এসময় পথচারীদের বিনামূল্যে মাস্ক বিতরণ  করা হয়।


     এই বিভাগের আরো খবর