,

বানিয়াচংয়ের পল্লীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

জহিরুল ইসলাম নাসিম ॥ বানিয়াচংয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার পল্লী ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামে দিনব্যাপী অভিযান পরিচালনা করে টেটা ফিকল, কুচার শলা, ঢাল লাঠিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার এস.এম মুরাদ আলীর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে বানিয়াচং থানা, সুজাতপুর তদন্তকেন্দ্র, বিথঙ্গল পুলিশ ফাড়ী ও হবিগঞ্জ পুলিশ লাইনের রিজার্ভ ফোর্স মিলে ঐ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে অন্তত ২ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলার পরোয়ানা ভূক্ত ৩ জন পলাতক আসামী গ্রেফতার করা হয়। এ সময় ইকরাম বাজারে স্থানীয় কর্মকারদের দেশীয় অস্ত্রাদি না বানানোর জন্য কঠোর ভাবে সতর্ক করা হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রন্জন দে জানান, জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার এস.এম মুরাদ আলী স্যারের নির্দেশনায় গ্রাম্য দাঙ্গা, চুরি, ডাকাতিসহ সার্বিক আইন-শৃংখলা স্বাভাবিক রাখার লক্ষ্যে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর