,

হবিগঞ্জে ভিজিএফের ৭৭২ কেজি চাল উদ্ধার ॥ আটক ১

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রাম থেকে ভিজিএফের ৭৭২ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই চক্রের এক সদস্যকে আটক করা হয়। জানা যায়, মহামারী করোনাকালে অসহায় ও হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত চাল কতিপয় জনপ্রতিনিধিরা সঠিকভাবে বন্টন না করে কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন। ফলে অসহায় ও দরিদ্র মানুষ এসব চাল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। গত শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার এস আই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামের শিষ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ভিজিএফের ১৬ বস্তা অর্থাৎ ৭৭২ কেজি চাল উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৩৮ হাজার ৬’শ টাকা। এসময় কালোবাজারি চক্রের হোতা হাছন আলী (৪০) কে আটক করা হয়। সে ওই গ্রামের শিষ আলীর ছেলে। পরবর্তীতে ওই মালিকের বাড়ি থেকে খাদ্যগুদামের সিলমারাসহ ১৬টি খালি বস্তা জব্দ করা হয়। সম্প্রতি ডিবি পুলিশ ও এনএসআই এর সদস্যরা জালালাবাদ পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ভিজিএফের চালসহ পিকআপ চালককে আটক করে। এ ঘটনায় এস আই আব্দুর রহিম বাদি হয়ে হাছন আলীসহ অজ্ঞাত আরও দুই তিনজনকে আসামি করে মামলা করেছেন। স্থানীয়দের ধারণা, ওই চক্রের সাথে খাদ্য গুদামের কতিপয় কর্মচারিও জড়িত রয়েছে। সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত রহস্য উন্মোচন হবে। গতকাল শুক্রবার বিকালে আটক আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর