,

সংবাদপত্র হকারদের মাঝে বিশ্ব প্রবাসের আলোর ঈদ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ কেউ থাকেন মধ্যপ্রাচ্যে। আবার কেউ ইউরোপের কোন দেশে। আবার কেউ সাত সমুদ্র তের নদী ওপারে আমেরিকায়। কিন্তু তাদের সকলের শিখর এক স্থানে। সেটি হল হবিগঞ্জ সদর উপজেলা। তথ্য যোগাযোগের চরম উৎকর্ষতার সুবিধায় দূর দুরান্তে থাকা এই এলাকার প্রবাসীরা সম্প্রতি প্রতিষ্ঠা করেন বিশ্ব প্রবাসের আলো নামে একটি সংগঠন। তাদের লক্ষ্য অভিন্ন। সেটি হল জন্মস্থান হবিগঞ্জ সদর উপজেলার উন্নয়নে কাজ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা। নবগঠিত এই সংগঠনের পক্ষ থেকে হবিগঞ্জ সদর উপজেলাবাসীর প্রথম উপহার হিসাবে গতকাল করোনা পরিস্থিতিতে বিপর্যস্থ হবিগঞ্জের সংবাদ পত্রের হকারদের মাঝে বিতরণ করা হয় ইদ সহায়তা। লন্ডন প্রবাসী চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন ও অলিউর রহমান অলির মত বিশিষ্ট কমিউনিটি লিডারদের হাত দিয়ে প্রতিষ্ঠিত বিশ্ব প্রবাসের আলো সংগঠনের সভাপতি শেখ সোহেল ফ্রান্স থেকে দেশে এসে আয়োজন করেন এই ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান। মধ্যপ্রাচ্যে থাকা সাধারন সম্পাদক জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক উজ্জলসহ সংগঠনের সকলের প্রচেষ্ঠায় সফলভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উপদেষ্ঠা হিসাবে প্রবাসে থেকেও নেপথ্যে উৎসাহ দেন চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন ও অলিউর রহমান অলি ।গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসকাব মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আলোকিত করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বিশ্ব প্রবাসের আলোর সভাপতি শেখ সোহেলের সভাপতিত্বে ও হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছ, গোপায়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন ও হবিগঞ্জ ইউনিটি দুবাই শাখার সভাপতি তাজুল ইসলাম রোমান। প্রধান অতিথির বক্তৃতায় মেয়র আতাউর রহমান সেলিম প্রবাসীদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রবাসীদের মত সমাজের ভিত্তবানদেরকেও এই করোনার কঠিন সময়ে এগিয়ে আসার আহবান জানান। তিনি বিশ্ব প্রবাসের আলোর মত সংগঠন প্রতিষ্ঠা করায় জড়িতদের প্রতি ধন্যবাদ জানান। পরে প্রধান অতিথি ৫০জন হকারদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।


     এই বিভাগের আরো খবর