,

নবীগঞ্জ সদর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান সাজু’র ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ ৮নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু সদর ইউনিয়নবাসীর সবার মঙ্গল কামনা করে সকল শ্রেণী-পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা হলো আমাদের মুসলমানদের ত্যাগের ঈদ, যাদের উপর কোরবানি ফরজ তারা পালন করবেন। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এবারের ঈদের আনন্দ অন্যসব ঈদের চেয়ে অন্যরকম হবে। ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার মাধ্যমে এবারের ঈদুল আযহা উদযাপন করার জন্য আমি সদর ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগন সহ সবার প্রতি আহবান জানাচ্ছি। মহান পাক রাব্বুল আলামীন যেন করোনা ভাইরাসের কবল থেকে আমাদেরকে হেফাজত করেন। ঈদ উদযাপনে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব নির্দেশিকা সহ সরকারের দেওয়া সকল বিধি নিষেধ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সদর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনুক। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে এলাকার গরীব অসহায় হতদরিদ্র ও কর্মবঞ্চিত মানুষের কল্যাণে আমরা সবাই যেন আত্মনিয়োগ করতে পারি। মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি। পবিত্র ঈদুল আযহা সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। অনাবিল সুখ-শান্তির পাশাপাশি পবিত্র ঈদুল আযহা নিয়ে আসুক মহামারীমুক্ত এক সুন্দর পৃথিবী। তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।


     এই বিভাগের আরো খবর