,

নবীগঞ্জে এক্সিম জিম সেন্টার থেকে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আমীর হামজা (২১) এক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারীকে আটক করেছে। তাকে নবীগঞ্জ শহরের খালেক মঞ্জিল জীম সেন্টার থেকে ১৭ জুলাই শিনবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লুৎফুর রহমান,থানার সেকেন্ড অফিসার এস আই সমীরন দাশ, এস আই মৃদুল কান্তি ভৌমিক, এস আই সাঈদ হোসেনের নের্তৃত্বে আটক করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আমির হামজা সুনামগঞ্জ জেলার দিরাই থানার কোলঞ্জ ইউনিয়নের তেতুইয়া গ্রামের জহুর আলীর পুত্র। আমীর হামজা নবীগঞ্জ পৌর শহরের চরগাঁও গ্রামে বাসা ভাড়া নিয়ে অনেক দিন যাবত বসবাস করে আসছে। পুলিশ জানায় আমীর হামজার কক্ষে ৩ টি ভুয়া পুলিশের আইডি কার্ড, দুটি খেলনার পিস্তল, পুলিশের পোশাক, পুলিশ ব্যবহার ব্যাল্ট উদ্ধার করা হয়েছে। সূত্রে জানা যায়, মাস ধরেক ধরে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় গিয়ে আমীর হামজা পুলিশ, সি আইডি ও ডিবি পুলিশ এবং সেনাবাহিনী পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের সাথে প্রতারনা করে আসছে। তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ।


     এই বিভাগের আরো খবর