,

হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে করোনা হেল্প সেন্টার উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আর্তমানবতায় ও করোনা সংক্রান্ত সেবায় হবিগঞ্জে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। এই করোনা হেল্প সেন্টার থেকে হবিগঞ্জের সর্বত্র হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হবে এবং করোনা রোগীর যে কোন প্রয়োজনে সর্বাত্বক সহযোগীতা করা হবে। উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, জেলা বিএনপির সদস্য গীরেন্ড চন্দ্র রায়, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, নাজমুল হোসেন বা”চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মর্তুজা আহমেদ রিপন, মহিবুর রহমান টিপু, লাখাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আয়াতুল ইসলাম, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিপু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার খান, নজরুল ইসলাম কাউছার, ওলিউর রহমান অলি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম, আল আমিন তালুকদার, সাইফুল ইসলাম রকি, রুমেল খান চৌধুরী প্রমুখ। এই করোনা হেল্প সেন্টারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ব্যক্তিগত তহবিল থেকে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর