,

মৃত্যুর ২৪ ঘণ্টা পর টনক নড়লো সদর হাসপাতাল কর্তৃপক্ষের

স্টাফ রিপোর্টার ॥ মৃত্যুর ২৪ ঘণ্টা পর লাশ থেকে দুর্গন্ধ বের হলে টনক নড়ে হবিগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষের। এর আগ অবধি হাসপাতালের কেউই লাশটির ব্যবস্থা নেয়নি। জানা যায়, গত ১৫ জুলাই হবিগঞ্জ কোর্টের বারান্দায় অজ্ঞাত এক মহিলাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। এসআই হামিদুল হক ওই নারীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা করা হয়। গত রবিবার রাত ৯টার দিকে ওই মহিলা মারা যায়। কিন্তু এরপর থেকে কেউ আর এই মৃত নারীর খবর নেয়নি। পরের দিন গতকাল সোমবার বিকালে লাশ থেকে পঁচা গন্ধ বের হলে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। তখন অন্য রোগীরা ওই নারীর বিছানায় গিয়ে দেখতে পান সেখান থেকে গন্ধ বের হচ্ছে। তখন তারা হৈ চৈ শুরু করলে নার্স ও আয়া আসে। তারা জরুরি বিভাগের মেডিকেল অফিসারকে জানালে সোমবার রাত ৭টায় ময়নাতদন্তের জন্য সদর থানায় চিঠি দেয়া হয়। পুলিশ রাত ৮টায় সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এরপরও লাশের গন্ধে রোগীরা অসুস্থ হয়ে পড়েন। রোগীরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষের খামখেয়ালীপনার কারনে এ ধরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জানান, বিষয়টি আমার জানা নেই। তবে তার ধারণা ভুলবশত এমন হয়েছে। তবুও খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। এসআই হামিদুল হক জানান, কোর্ট ইন্সপেক্টর খবর দিলে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও তিনি নিজেই ওই নারীর খবর নিয়েছেন। এখনও তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হবে।


     এই বিভাগের আরো খবর