,

চুনারুঘাটে ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমিফাইনালের পর ২য় সেমিফাইনালেও সংঘর্ষ ॥ খেলা স্থগিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ গতকাল চুনরুঘাট উপজেলা টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা ডি.সি.পি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে ‘চুনারুঘাট পৌরসভা’ বনাম ‘৭নং উবাহাটা ইউ.পি. একাদশ’। দুই দলের সমান আক্রমণে খেলা চলছিল। এক পর্যায়ে মারাত্মকভাবে ফাউল করার কারণে উভয় দলের কতিপয় খেলুয়ার হলুদ কার্ড প্রাপ্ত হন। খেলার দ্বিতীয়ার্ধের পূর্বমুহূর্তে ‘পৌরসভা’ দলের ১১ নাম্বার জার্সি  পরিহিত খেলুয়ার মো: জুয়েল মিয়া বিশ্রিভাবে বিপক্ষ দলের জনৈক খেলুয়ারকে ফাউল করে হলুদ কার্ড পান। ৭ নং উবাহাটা ইউ. পি.’র পক্ষে কেউ একজন খেলুয়ার জুয়েলের দিকে আঙ্গুল উঠিয়ে কটুক্তি করলে বিরোধী দলের দর্শকদের সাথে ফ্যাঁকড়া বাঁধে। তারপর বিষয়টি ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করে সংঘর্ষে পরিণত হয়। এ ঘটনার পরিপেক্ষিতে ৭নং ইউ.পি.’র চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী তাঁর খেলুয়ারদের নিয়ে খেলা পরিসমাপ্তির পূর্বেই মাঠ ত্যাগ করেন। পরে কমিটি খেলা সাময়িক কালের জন্য স্থগিত ঘোষণা করেন। এখন এই টুর্ণামেন্টের ভবিষ্যৎ অনিশ্চিত। উক্ত খেলায় ৭ নং ইউ.পি ১-০ গোলে এগিয়ে ছিল। মাঠে উপস্থিত ছিলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট সমাজ সেবক নাজিম উদ্দিন শমসু, চুনারুঘাট খেলুয়ার কল্যাণ কমিটির সভাপতি সৈয়দ আলী (কমিশনার), সেক্রেটারি হান্নান মিয়া (কমিশনার)। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর