,

হবিগঞ্জ উন্নয়ন সংস্থা কর্তৃক জেলা প্রশাসকের নিকট অক্সিজেন সিলিন্ডার প্রদান

স্টাফ রিপোর্টার : শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও ঘরে ঘরে করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বাড়ছে অক্সিজেনের চাহিদা। কিন্তুসীমাবদ্ধতার কারণে হাসপাতাল থেকে প্রয়োজনীয় অক্সিজেন দেয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজের বিবেককে ফাঁকি না দিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠা সম্ভব। হবিগঞ্জ জেলা প্রশাসনকে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা’র অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি এড. মোঃ আবু জাহির এসব কথা বলেন। তিনি আরও বলেন এ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় অক্সিজেন সিলিন্ডার প্রদানে তিনি সমাজের বিত্তবানদের পাশাপাশি বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধু পরিষদ হবিগঞ্জের সভাপতি মরহুম এড. আবুল খায়ের ও সাবেক পিপি মরহুম এড. আব্দুল মতিন খানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদ সকলের প্রতি শ্রদ্ধা ও তাদের রূহের মাগফেরাত কামনা করা হয়। গতকাল সোমবার বেলা ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের আরএমও মোঃ মমিন উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসকাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক ও এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর আরেফ আলী মন্ডল। পরে আনুষ্ঠানিকভাকে জেলা প্রশাসকের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।


     এই বিভাগের আরো খবর