,

নবীগঞ্জে কৃষকের স্বার্থে সরকারি খালে অবৈধ বাধ উচ্ছেদের জন্য ইউউনও বরাবর অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জে জন সাধারণের ব্যবহার ও শৃষি জমি রক্ষার স্বার্থে সরকারি খালে অবৈধ বাধ উচ্ছেদ এর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা যায় গত ৮ আগষ্ট রবিবার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ-আগনা গ্রামের ভুক্তভোগী শৃষকরা নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেন, এতে তারা উল্লেখ করেন যে নবীগঞ্জ উপজেলার কাকড়াখালি খালে আগনা হাওড়ের পানি নিষ্কাশনের একমাত্র খাল। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী মহল ও ব্যক্তি সরকারী খালের উপর অবৈধভাবে বাঁধ দিয়ে, প্রতিনিয়ত মাছ আহরণ করে আসছেন। এতে আগনা হাওড়ের পানি নিয়মিত যথারিতী নিস্কাশিত হতে বাধাগ্রস্ত হয়। যে কারনে হাওড়ে আমন ধান রোপনে বাধাগ্রস্ত ও ফসলি জমি তলিয়ে যাবার সমূহ সম্ভাবনা তৈরী হচ্ছে। নি¤েœাউল্লেখিত মহল ও ব্যক্তিদের কারণে সংশ্লিষ্ট তৈরীশৃত জলানন্ধতা অন্তত ৯০ হেক্টর জমিতে ফসল ফলানো সম্ভব হবেনা। এতে করে শত শত কেদার জমি অনাবাদি থাকার কারনে পার্শ্ববর্তী প্রায় ৮/৯টি গ্রামের শৃষকের পরিবারের মারাত্মক খাদ্য ও অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হবে তাতে কোন সন্দেহ নাই। প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ব্যক্তিরা হলেন কাজির গাঁও গ্রামের আব্দুল আওয়াল এর পুত্র মোঃ রুহেল মিয়া, আগনা গ্রামের দরছ উল্লাহ পুত্র আব্দুল খালিক ও জাহির খার পুত্র মিছিল খা গংদের হাত থেকে শৃষি জমি রা ও জনসাধারণের জনস্বার্থ রার্থে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি ও তার যতাযত ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়টি দ্রুত সমাধানের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশকে দায়িত্ব দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর