,

নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৯ সিএনজি চালককে অর্থদন্ড

জাবেদ তালুকদার ॥ অতিরিক্ত ভাড়া আদায় করায় ও স্বাস্থ্যবিধি না মানায় নবীগঞ্জ-হবিগঞ্জ রোডে ৯টি সিএনজি চালককে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন। জানা যায়, গত ১১ আগস্ট থেকে সারাদেশে পূর্বের ন্যায় সিএনজি-অটোরিক্সাসহ সকল ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচলের নির্দেশনা প্রদান করা হলেও সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছিল। এ নিয়ে স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময়সহ কয়েকটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ নবীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় গতকাল বিকালে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় দ-বিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী ৯টি সিএনজি চালককে মোট ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, জনসাধারণের ভোগান্তি লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর