,

শায়েস্তাগঞ্জে ইয়াবা নিয়ে কারারক্ষীসহ ৩ যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা কারাগারের এক কারারক্ষীসহ তিন জনকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। রোববার (১৫ আগস্ট) রাত ১১টায় এই তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব। গত শনিবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত তিনজন হলো- সিলেট মহানগরীর শাহপরান থানাধীন নিপবন আবাসিক এলাকার আবুল কালামের ছেলে মিলন মিয়া (২৮), শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকার বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১) এবং হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের খোরশেদ আলীর ছেলে রুবেল মিয়া (২৪)। এরমধ্যে গ্রেপ্তারকৃত মিলন মিয়া হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত। পুলিশ সূত্রে জানা যায়, কারারক্ষী মিলন মাদক ব্যবসায়ী হৃদয়ের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট কিনে নিয়ে জেলা কারাগারে বন্দিদের কাছে বিক্রি করতো। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মনজুরুল আলম জানান, মিলন মিয়া সিলেট জেলা কারাগারে থাকাকালীন মাদকসহ গ্রেপ্তার হয়েছিলো। পরবর্তীতে ৯ মাস সাসপেন্ড থেকে গত দেড়মাস আগে হবিগঞ্জ জেলা কারাগারে যোগদান করে। আমরা কারারক্ষীদের কারাগারে প্রবেশের সময় তল্লাশি করে প্রবেশ করাই এবং সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করি।


     এই বিভাগের আরো খবর