,

ছেলেদের ফুটবলে প্রথম নারী রেফারি সালমা

সময় ডেস্ক ॥ ফুটবলে ইতিহাস গড়লেন সালমা ইসলাম। বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে ছেলেদের ম্যাচ পরিচালনায় যুক্ত হয়েছেন তিনি। সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারা-আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন সালমা। ম্যাচটিতে আরামবাগ ১-০ গোলে হেরে লীগ থেকে অবনমিত হয়েছে। সালমার নাম এলিট রেফারি প্যানেলের জন্য ফিফায় পাঠানো হয়েছে। ম্যাচ পরিচালনার জন্য ফিফা ভিডিও চেয়েছে। তাই ছেলেদের ম্যাচ পরিচালনায় সালমাকে যুক্ত করেছে রেফারিজ কমিটি। প্রথমবার ছেলেদের ম্যাচ পরিচালনায় যুক্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সালমা বলেন, ‘শুরুতে কেমন যেন লাগছিল, অস্থিরতা কাজ করছিল। প্রথমবার বলেই হয়তো এমন হয়েছে। কিন্তু কিক অফের বাঁশি বাজতেই সব স্বাভাবিক হয়ে যায়। অন্যরকম একটা অভিজ্ঞতা এটি।’ গত বছর পরীক্ষায় পাস করে ২০২১ সালের জন্য ফিফার সহকারী রেফারি হয়েছেন সালমা। রেফারিংয়ের পাশাপাশি ঢাকার ইডেন মহিলা কলেজে স্মাতক করছেন তিনি। সালমা বলেন, ‘আসলে রেফারিংয়ে আসার শুরুর দিক থেকে পরিবার, বন্ধুদের কাছ থেকে উৎসাহ ও সহযোগিতা পেয়েছি। ফলে এগুলোর সঙ্গে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হয়নি।’ সালমা বলেন, ‘ফুটবল খেলার সুযোগ ওভাবে পাইনি। কিন্তু ফুটবলের সঙ্গে থাকতে চেয়েছি সবসময়। এ কারণেই রেফারিংয়ে আসা।’ রেফারিং নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে সালমা বলেন, ‘অনেক ভালো লাগছে। মেয়েদের চেয়ে ছেলেদের ম্যাচ পরিচালনায় মনোযোগ বেশি দিতে হয়েছে। পরিশ্রমও বেশি। আগামীতে ফিফা রেফারি হওয়ার স্বপ্ন দেখি।’ বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার বলেন, ‘ছেলেদের প্রিমিয়ার লীগ ম্যাচে এই প্রথম কোনও নারী রেফারি ম্যাচ পরিচালনায় ছিলেন। এর আগে কখনও এমনটা হয়নি।’


     এই বিভাগের আরো খবর